সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে পানি বন্দী সহস্রাধিক পরিবারে মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধরী।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পক্ষ থেকে (৩০ জুন) মঙ্গলবার গোয়াইনঘাটের তোয়াকুল, নন্দীর গাঁও, লেঙ্গুড়া, ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি বন্দি সহস্রাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় আব্দুল হাকিম চৌধুরী বলেন, একদিকে করোনা মহামারী অপরদিকে বন্যায় জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে গোয়াইনঘাটের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে খাদ্য সংকটে চরম কষ্টে দিনাতিপাত করছে। আমরা গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির তরফ থেকে এসব বন্যাকবলিত এলাকায় আগামি ঈদুল আযহা পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আব্দুল হাকিম চৌঃ বন্যার্তদের সহযোগিতায় সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিত্তবানদের ও এগিয়ে আসার আহবান জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, এডঃ শাহজাহান সিদ্দিকি, তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জিয়া উদ্দিন, খায়রুল আমিন, রাশিদ আহমেদ উপজেলা ছাত্র দল নেতা সাহেদ আহমেদ , এম,ওয়ারিছ উদ্দিন আং মুমিন, বদরুল ইসলাম, আল আমিন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd