গোয়াইনঘাটে বন্যার্ত জেলেদের পাশে সিকৃবির ‘সুমী’

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

গোয়াইনঘাটে বন্যার্ত জেলেদের পাশে সিকৃবির ‘সুমী’

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী সুমী রানী দাশ ব্যক্তিগত উদ্যোগে সিলেটের গোয়াইনঘাটের বন্যার্ত ৫১ টি জেলে পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল দশটায় উপজেলার জলুরমুখ গ্রামে ঈদের উপহার হিসেবে চাল, ডাল, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, বিস্কুট বিতরণ করেন।

সুমী জানান, থিসিসের কাজে ১ বছর যাবৎ গোয়াইনঘাটে যাচ্ছি। এখানের জলুরমুখ গ্রামের জেলেদের সাথে অনেকটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিলো। বর্তমানে করোনা পরিস্থিতিতে এই এলাকা বন্যাকবলিত হওয়ায় জেলেরা অসহায় হয়ে পড়েছেন। বানভাসি এই মানুষগুলো খাবারের কষ্টে দিন কাটাচ্ছে।

নিজের স্বল্প সামর্থ্যে এই মানুষগুলোর মুখে এক চিলতে হাসি ফুটানোর চেষ্টা করেছি। যারাই নেপথ্যে থেকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

তিনি সবাইকে যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী এই বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..