গোয়াইনঘাটে মাস্ক না পরায় ৩৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

গোয়াইনঘাটে মাস্ক না পরায় ৩৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মুখে মাস্ক না পরার অপরাধে ১৯ টি মামলায় ৩৬ জন পথচারীকে ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৫টার দিকে সালুটিকর – গোয়াইনঘাট সড়কের গোয়াইনঘাট সরকারি কলেজের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। অভিযানের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) একে এম নুর হোসেন নির্ঝর। এ সময় শতাধিক শিশু, কিশোর ও নারী-পুরুষের মাঝে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব জানান, জনগণের মধ্যে মাস্ক না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে আমাদের এই অভিযান আব্যহত থাকবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..