সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট দক্ষিণ সুরমার বালুর মাঠ যেন জুয়াড়িদের অভয়ারণ্য। বিভিন্ন সময় পুলিশ অভিযান পরিচালনা করলেও এ স্থান থেকে জুয়াড়িতের কোনোভাবের স্থায়ীভাবে সরানো যাচ্ছে না। শনিবারও (১৫ আগস্ট) বালুর মাঠ থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
থানার ডিউটি অফিসার এস.আই খোকন জানান, নিজস্ব সোর্স মারফত খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ দক্ষিণ সুরমার কদমতলিস্থ বালুর মাঠে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত ছয়জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাইস্তাগ্রামের কায়েস আহমদ (৩২), জকিগঞ্জের বাল্লা গ্রামের রাসেল মিয়া (২৮), একই উপজেলার আটগ্রামের কাশেম আহমদ (২৬), দক্ষিণ সুরমার তেতলি টিলাবাড়ির আরিফুল ইসলাম (২৪), বালাগঞ্জের গহরপুর গ্রামের স্বপন মিয়া (২২) এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের মাহবুবুর রহমান (১৯)।
আটককৃতরা বর্তমানে থানাহাজতে রয়েছে এবং রোববার (১৬ আগস্ট) তাদের আদালতে প্রেরণ করা হবে বলে এস.আই খোকন জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd