খাদিমনগর ইউনিয়নে শোক দিবস পালিত হয়নি!

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

খাদিমনগর ইউনিয়নে শোক দিবস পালিত হয়নি!

ক্রাইম সিলেট ডেস্ক :: জাতীয় শোক দিবসে সরকারি আধা সরকারি স্বায়ত্ব শাসিত ও স্থানীয় সরকারর প্রতিটি প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ কর্মসূচি পালনের সরকারি নির্দেশনা ছিল। নির্দেশনা মোতাবেক সিলেট সদরের ৮ টি ইউনিয়ন পরিষদের ৭ টিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের দাওয়াতক্রমে ইউপি কার্যালয়ে আলোচনা
সভার আয়োজন করেন। ব্যতিক্রম শুধু একটি ইউনিয়ন। সেটি হচ্ছে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদের উদ্যোগে শোকদিবস কর্মসূচি পালনের কোনো আয়োজন করা হয়নি।

খাদিমনগর ইউপি সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান- শোক দিবস কর্মসূচির কোনো দাওয়াত তারা পাননি। চেয়ারম্যানের পক্ষ থেকে এ বিষয়ে তাদের কিছু বলা হয়নি। এমনকি স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দও এ বিষয়েও অবগত নন।

ইউপি মেম্বারগণ ও স্থানীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন- চেয়ারম্যান বিএনপি ঘরানার হওয়ায় শোক দিবস পালন থেকে ইউনিয়ন বঞ্চিত হয়েছে।

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বাড়ি খাদিমনগর ইউনিয়নে। আমাদের ইউনিয়ন পরিষদে শোকদিবসের কোনো কর্মসূচি পালিত না হওয়ায় ক্ষুব্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা। ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ অনেকই আমাদের উপজেলা আওয়ী লীগের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ এ বিষয়ে বলেন, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে আলোচনা কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ইউপি কার্যালয়ে পালন করা না হলে বিহিত ব্যবস্থা নেওয়া হবে।

খাদিমনগর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা দেলোয়ার হোসেন জাতীয় শোক দিবসে তার ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা না করার সত্যতা অবশ্য শিকার করেছেন। তবে কী কারণে কর্মসূচি পালন করা হয়নি সে ব্যাপারে কোবো বক্তব্য দেননি তিনি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..