গোয়াইনঘাটে আজিম হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

গোয়াইনঘাটে আজিম হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় ও গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদের তত্বাবধানে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে গত ৪ আগষ্ট সংঘটিত আজিম উদ্দিন (২৭) হত্যা মামলার অন্যতম আসামী শাহীন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ পান্তুমাই এলাকার বসু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই যীশু দত্তের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর চৌরাস্তার ফ্রেশ গেস্ট হাউজ, বাসান থানা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে আজিম উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী শাহীন মিয়াকে গ্রেফতার করেন।
আজিম হত্যা মামলার অন্যতম আসামী শাহীন মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, মামনীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নির্দেশনায় গোয়াইনঘাটে আজিম হত্যা মামলার অন্যতম আসামী শাহীনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..