দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার : সরকার বিরোধী প্রচারণায় ব্যস্ত!

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার : সরকার বিরোধী প্রচারণায় ব্যস্ত!

স্টাফ রিপোর্টার : মুখে দাড়ি, চেহারা সুন্দর, চাকুরী করেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে।

বর্তমান আওয়ামী সরকারের আমলে খোদ সরকারী চাকুরীতে বহাল তবিয়ৎতে থেকে নিজের ফেসবুক আইডিতে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। তিনি হলেন হাফিজ কাওছার আহমদ। ফেসবুকে তার আইডি হচ্ছে Hafiz Kawsar Ahmad।

কাওছার আহমদ বিগত জামায়াত বিএনপি সরকারের আমলে চাকুরীতে যোগদান করেন। জামায়াতপন্ত্রী কাওছার আহমদ ২০১৮ ইং সালের ১১ ফেব্রুয়ারী জাহিদ এফ সরদার সাদী নামীয় ব্যক্তির আইডিতে থাকা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করা একটি ভিডিও পোস্ট নিজ আইডিতে শেয়ার দেন। তার এই পোস্ট দেখে সেই সময়ে অনেকেই বিরুপ মন্তব্য করলেও তিনি কাউকে তোয়াক্কা না করে নিজ ফেসবুক ওয়ালে সেটি এখনো ঝুলিয়ে রেখেছেন।

উপজেলা পরিষদের অনেকেই তার এসব সরকার বিরোধী তৎপরতায় অতিষ্ট হয়ে উঠলেও দক্ষিণ সুরমা থানা কিংবা মোগলাবাজার থানা পুলিশ এসব দেখেও না দেখার ভান করছে। কাওছার আহমদ অত্যন্ত বীর দর্পে প্রায় সময় তার ফেসবুক আইডিতে সরকার বিরোধী প্রচারণা চালালেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি প্রদক্ষেপ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব দেখে তাদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে কাওছার আহমদের কাছে জানতে চাইলে তিনি ক্রাইম সিলেটকে বলেন, আমি জানিনা আপনে জানলে দেখতে পারেন। আমি দিয়েছি দেখার জন্য বলে কলটি কেটে দেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..