সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে অপহরণের প্রায় এক মাস পর অপহৃত তরুণীকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার উদ্ধার করা ওই তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে না পারায় স্থানীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দোলাবার ইউনিয়নের শেরপুর গ্রামে। এ ঘটনায় ২১ জুলাই অপহৃতার বাবা বাদী হয়ে একই গ্রামের তাজ উল্লাহর ছেলে নোমান মিয়া (২০), মৃত কলমধর আলীর ছেলে জাকির হোসেন (২২) ও চানপুর গ্রামের রফিকুর রহমানের ছেলে জুবায়ের মিয়ার বিরুদ্ধে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায় ২১ জুলাই সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনা থেকে তরুণীকে অপহরণ করা হয়। একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জড়িতদের পরিবারের লোকজনকে অবহিত করেন তরুণীর বাবা। কিন্তু এ বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় তরুণীর বাবা জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ কিশোরগঞ্জ থেকে অপহৃতা তরুণীকে উদ্ধার করে।
এ ব্যাপারে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দিদার জানান, এটি কোনো অপহরণের ঘটনা নয়। তরুণীর বাবা একটি হারানো জিডি করেছিল। জিডির প্রেক্ষিতে কিশোরগঞ্জ থেকে ওই তরুণীকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd