দক্ষিণ সুরমায় ‘ওয়ান টেন’ জুয়ার বোর্ড বসানোর চেষ্টা!

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

দক্ষিণ সুরমায় ‘ওয়ান টেন’ জুয়ার বোর্ড বসানোর চেষ্টা!

বাবর হোসেন :: সিলেটের দক্ষিণ সুরমায় ‘ওয়ান টেন’ জুয়ার বোর্ড বসানোর পায়তারা চালিয়েছে একটি মহল। সম্পতি দক্ষিণ সুরমা ক্বীন ব্রিজের নিচে আক্তার মিয়ার বাগান বাড়িতে ‘ওয়ান টেন’ জুয়ার বোর্ড বসানো হয়েছিলো। এমন খবর পেয়ে কদমতলী পুলিশ ফাঁড়ির এ এসআই সুবীর অভিযান চালিয়ে জুয়ার আস্তানা ধ্বংস করে দেন। যার ফলে জুয়াড়িদের সকল চেষ্টা ব্যার্থ হয়ে যায়।

জানা গেছে, এই  ‘ওয়ান টেন’ জুয়ার বোর্ডটি এর আগে নগরীর কাজিরবাজার এলাকায় ছিলো। সেখানে প্রশাসন অভিযান চালিয়ে শীর্ষ শীর্ষ জুয়াড়ীদের আটক করেন এবং বোর্ড বন্ধ করে দেন। এরপর থেকে জুয়াড়ীরা নগরীর কোন স্থানে বোর্ড বসানোর জায়গা খোঁজে না পেয়ে এখন বেঁছে নিয়েছে দক্ষিণ সুরমা। সেখানেও প্রশাসনের অভিযানে প্রথমিক ভাবে টিকে থাকতে পারেনি।

একটি সূত্র জানিয়েছে দক্ষিণ সুরমা থানার ওসির বাড়ি মৌলভীবাজার জেলায় হওয়ায় সেখানের আরেক জুয়াড়ী ‘জয়নাল’ এর মাধ্য ফের বোর্ড বসানোর পায়তারা লিপ্ত রয়েছে এই জুয়াড়ী চক্র। তারা জয়নালের মাধ্যমে দক্ষিণ সুরমা থানার ওসিকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে প্রকাশ।

জুয়াড়ীদের এমন কান্ড দেখে স্থানীয় যুবকদের এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‘ওয়ান টেন’ নামক জুয়ার বোর্ড যাতে করে দক্ষিণ সুরমাসহ নগরীর কোন স্থানে বসতে না পারে সেই বিষয়টি দেখার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..