নিজ বাসায় মা-ছেলে খুন

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

নিজ বাসায় মা-ছেলে খুন

ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রামে নিজ বাসায় মা ও ছেলে খুন হয়েছে। সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁওয়ের রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, গুলনাহার বেগম ও তার ছেলে রিফাত।

স্থানীয়রা জানান, স্বামী আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যাবার পর ছেলে-মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়ায় থাকতেন গুলনাহার। গুলনাহারের মেয়ে ময়ূরী একটি পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় চাকরিতে চলে যান ময়ূরী। রাতে বাসায় ফিরে মেঝেতে মা ও ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গুলনাহারের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং রিফাতের গলায় কাটা দাগ রয়েছে। কেন বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন, তাদের বাসায় ফারুক নামে এক যুবক পেয়িং গেস্ট হিসেবে থাকতেন বলে জেনেছি। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..