সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে চারটার সময় কদমতলী হূমায়ুন রশিদ চত্বরে বাস থেকে নেমে রিক্সা করে বাসায় ফেরার পথে শাহজালাল ব্রিজের উপর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
ছিনতাইকারীরা তার হাটুর উপর উপর্যুপূরি ছুরিকাঘাত করলে তাতে প্রচুর রক্তপাত হয়। ভোর পাঁচটার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয় এবং রক্ত দেওয়া হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহানশাহ মোল্লা জানান, ফরহাদ হোসেন এখন ভাল আছেন।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি নতুন মোবাইল ফোন এবং পাঁচ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনা জানার পর লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক হাসপাতালে তাকে দেখতে যান। দক্ষিণ সুরমা থানার পুলিশও হাসপাতালে ফরহাদ হোসেনকে দেখতে গিয়েছেন এবং তার সাথে কথা বলেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd