সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, স্টোন ক্রাশার মেশিন প্রকৃতি কন্যা জাফলংয়ের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অভিশাপ থেকে জাফলংকে মুক্ত করতে নির্দিষ্ট একটি জোন তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাই প্রস্তাবিত জোনে স্টোন ক্রাশার মেশিন স্থানান্তরিত করে জাফলংয়ের রূপ লাবণ্যকে ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ ও কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারি এবং প্রস্তাবিত ক্রাশার মেশিন জোন পরিদর্শনে এসেছি। সরকারের পক্ষ থেকে ক্রাশার মেশিনগুলো নির্দিষ্ট একটি জায়গায় নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। শুধু জাফলং বাসীর স্বার্থে নয় দেশের ষোল কোটি মানুষের স্বার্থে জাফলংয়ের সৌন্দর্যকে রক্ষা করতে হবে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তিনি জাফলংয়ের প্রস্তাবিত ক্রাশার মেশিন জোন পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জাফলংয়ের অপর পাশেই ভারতের ডাউকি দৃষ্টি নন্দন একটি শহর। তার পাশেই আমরা প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত করে প্রায় সম্পূর্ণ রূপে ধ্বংস করে কত ঝঞ্জাল তৈরি করেছি। এই জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে সড়ক ও জনপদ বিভাগ, পর্যটন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সবাই এক সাথে কাজ করবো। জাফলং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টি নন্দন একটা জায়গা। জাফলংয়ের রূপ লাবণ্য ফিরিয়ে আনতে পারলে এখানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা তৈরি হবে। এই লক্ষ্যে এখানে ট্যুরিজমের উপর কাজ করে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হবে।
প্রস্তাবিত ক্রাশিং জোন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ সচিব পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন।
এ সময় সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, সহকারি কমিশনার (ভূমি) নুর হোসেন, এএসপি গোয়াইনঘাট (সার্কেল) মো. নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd