সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের মাঠে মাটি ভরাটের বরাদ্দকৃত টিআর প্রকল্পের ৯ টন গম আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের শ্রীপুর জামে মসজিদের মাঠে মাটি ভরাটে ৯ টন গম বরাদ্দ দেয়া হয়। কিন্তু ৬ মাস পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ গাফিলতির জন্য মুসল্লিসহ গ্রামবাসী প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি স্থানীয় আ’লীগ নেতা আবুল হাসনাতকে দায়ী করছেন।
জানতে চাইলে প্রকল্প কমিটির সভাপতি আবুল হাসনাত বলেন, “করোনা ও পরপর তিনদফা বন্যার কারণে কাজে বিলম্বিত হচ্ছে। কিছুদিনের মধ্যে মসজিদ মাঠে মাটি ভরাটের কাজ শুরু হবে ইনশাল্লাহ।”
স্থানীয় ও মসজিদ কমিটির কতিপয় সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিধি মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ববানদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কথা। কিন্তু মসজিদের নামে বরাদ্দকৃত ৯ টন গম আত্মসাতের উদ্দেশ্যই দলীয় দাপটে সংশ্লিষ্টদের মতামত না নিয়ে আবুল হাসনাতকে সভাপতি ও আব্দুল গফুরকে সেক্রেটারী করা হয়েছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম আম্বিয়া বলেন, ‘ওই প্রকল্পের কাজ হয়েছে কি না, তা আমি নিশ্চিত নই।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd