সুনামগঞ্জে টিআর প্রকল্পের টাকা আ’লীগ নেতার পকেটে!

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

সুনামগঞ্জে টিআর প্রকল্পের টাকা আ’লীগ নেতার পকেটে!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের মাঠে মাটি ভরাটের বরাদ্দকৃত টিআর প্রকল্পের ৯ টন গম আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের শ্রীপুর জামে মসজিদের মাঠে মাটি ভরাটে ৯ টন গম বরাদ্দ দেয়া হয়। কিন্তু ৬ মাস পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ গাফিলতির জন্য মুসল্লিসহ গ্রামবাসী প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি স্থানীয় আ’লীগ নেতা আবুল হাসনাতকে দায়ী করছেন।

জানতে চাইলে প্রকল্প কমিটির সভাপতি আবুল হাসনাত বলেন, “করোনা ও পরপর তিনদফা বন্যার কারণে কাজে বিলম্বিত হচ্ছে। কিছুদিনের মধ্যে মসজিদ মাঠে মাটি ভরাটের কাজ শুরু হবে ইনশাল্লাহ।”

স্থানীয় ও মসজিদ কমিটির কতিপয় সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিধি মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ববানদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কথা। কিন্তু মসজিদের নামে বরাদ্দকৃত ৯ টন গম আত্মসাতের উদ্দেশ্যই দলীয় দাপটে সংশ্লিষ্টদের মতামত না নিয়ে আবুল হাসনাতকে সভাপতি ও আব্দুল গফুরকে সেক্রেটারী করা হয়েছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম আম্বিয়া বলেন, ‘ওই প্রকল্পের কাজ হয়েছে কি না, তা আমি নিশ্চিত নই।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..