সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে ইজারাবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের খবরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩০ স্টীলবডি নৌকাকে ৪৩ লক্ষ টাকা জরিমানা করেছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ধলাই নদীর বুধবারীবাজার, লিলাইবাজার, দয়ারবাজার, দশ নম্বর তীরবর্তী এবং রোপওয়ের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর প্রশাসন জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য পুলিশ-বিজিবি ও পরিবেশ অধিদপ্তরের লোকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০টি স্টীলবডি নৌকাকে ৪৩ লক্ষ টাকা জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে ১৩টি নৌকাকে ২ লক্ষ করে ২৬ লক্ষ টাকা, অবৈধ পন্থায় বালু উত্তোলনের দায়ে ১৭টি নৌকাকে ১ লক্ষ টাকা করে ১৭ লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, সরকারি ইজারা পয়েন্ট ছাড়া কেউ অন্য কোনো জায়গা থেকে কিংবা অবৈধ পন্থায় বালু উত্তোলন করলে প্রশাসন সেখানে অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd