সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা চত্বর। এই হয়েই সিলেট বাস টার্মিনালে আসা-যাওয়া করতে হয় দূরপাল্লার সকল ধরণের বাস। কিন্তু সেই ব্যস্ততম চত্বর বন্ধ করে বসানো হয়েছে হরেক রকম দোকান-পাট ও অবৈধ সিএনজি স্ট্যান্ড। যার ফলে এই চত্বরটি দূর্ঘটনার ঝুকিতে রয়েছে। যেকোন সময় এই চত্বরে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, সম্প্রতি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযান দিয়ে ফুটপাতের সকল দোকান ও অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করেন। কিন্তু টাকার লোভে আশপাশ মার্কেটের জমিদাররা সকল হকার্সদের নিয়ে একটি বৈঠক করেন এবং হকার্সদের দোকান বসানোর কথা বলেন। তাদের কথা অনুযায়ী এই চত্বরে দোকান ও অবৈধ সিএনজি স্ট্যান্ড বসানো হয়। এই দোকান ও অবৈধ সিএনজি স্ট্যান্ড থেকে প্রতিদিন চাঁদা আদায় করছে মার্কেট মালিকরা ও কদমতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিধায় কোন ধরণের অভিযান এবং বাধা দেওয়া হচ্ছে না। নিরবে চাঁদা দিয়ে ব্যবসা করছে হকার্সরা।
প্রতিটি দোকান থেকে পুলিশ ফাঁড়িতে ২০ টাকা করে দিতে হয়। এছাড়া মার্কেট মালিকদের প্রতিটি ফলের দোকান থেকে ১৫০, চটপটিসহ অন্যান্য দোকানে ১০০ ও পান দোকান থেকে ৫০ টাকা করে দৈনিক চাঁদা পরিশোধ করতে হয়। অবৈধ সিএনজি স্ট্যান্ড থেকে মাসোহারা। মার্কেট মালিক ও পুলিশের অল্প লোভের ফলে জীবনের ঝুকি নিয়ে চত্বরে গাড়ি পারাপার করেন চালকরা।
দক্ষিণ সুরমার কদমতলীর মুক্তিযোদ্ধা চত্বরকে ফুটপাতের দোকান ও অবৈধ সিএনজি স্ট্যান্ড মুক্ত করতে প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd