সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ কামিচুর রহমান (২৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনসহ র্যাব-৯ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভোলাগঞ্জ আদর্শ গ্রাম থেকে ৪৬০ বোতল বিদেশী মদ অফিসার চয়েসসহ তাকে গ্রেপ্তার করে।
সে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বড়কাফন গ্রামের জামমেদ আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd