সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
স্টাফ রিপোর্টার :: জৈন্তাপুরে প্রতারক, মামলাবাজ ও দেহ ব্যবসায়ী মোছা: সোনারা বেগমের প্রতারণা থেকে রেহাই পেতে সিলেট পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। উপজেলার টাকুরের মাটি গ্রামের প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী বৃহস্পতিবার (১ অক্টোবর) এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, প্রতারক সুনারা বেগম ও তার ছেলে আতিকুল ইসলাম সোহান উরফে আহমেদ সোহান দীর্ঘদিন যাবত নানা অপকর্ম চালিয়ে এলাকার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষের কাছে সব সময় হয়রানি করে আসছে।
সুনারা বেগম গত ২৩ জুলাই এলাকার নজির মিয়া, জয়নুল, মশাহিদ, হাছিনা বেগম, চাঁদনী আক্তারকে আসামী করে জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৬/১৫৬, জি আর ১৫৬/২০। উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মো. কাজী শাহেদুল ইসলাম সুষ্ঠভাবে তদন্ত করে ২০ সেপ্টেম্বর মামলাটি মিথ্যা প্রমাণ পেয়ে রিপোর্ট প্রদান করেন।
এছাড়া গত ২০ জুন এসএমপির শাহপরাণ থানায় সুনারা বেগমের ছেলে আহমেদ সোহান উপরোল্লিখিত ব্যক্তিগণের বিরুদ্ধে অবৈধ ফায়দা লাভের আশায় মিথ্যা সাধারণ ডায়েরী করে। যার নং- ১২৪৪। উক্ত ডায়েরীর প্রেক্ষিতে এসআই মোঃ গিয়াস উদ্দিন তদন্ত করে জিডিটি মিথ্যা বলে রিপোর্ট প্রদান করেন।
তবুও সুনারা বেগমের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মিথ্যা মামলা ও হয়রানির করার ভয় দেখায়। গত ৩০ জুলাই নির্যাতিত হাছিনা বেগম প্রতারক সুনারা বেগমের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন (যার নং- ১৭৩)। এ মামলা দায়েরের পর স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশ করলে তাদেরকে নানা হুমকি ধমকি দিচ্ছেন সুনারা বেগম। এমনকি সুনারা বেগম তার লোকজনকে দিয়ে হামলা করানোরও ভয় দেখাচ্ছেন। এ ঘটনায় জনৈক সাংবাদিক এসএমপির শাহপরান (রহ.) থানায় একটি ডিজি করেন গত ২৫ সেপ্টেম্বর (যার নং ১৩৬৮)।
এছাড়াও সুনারা বেগম দীর্ঘদিন যাবত আমাদের এলাকাসহ বিভিন্ন স্থানের সহজ সরল মানুষদেরকে নানা রকমের কৌশল অবলম্বন করে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে ও মামলার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারনা করে হাতিয়ে নিচ্ছেন। সুনারা বেগমের ষড়যন্ত্রের শিকার হয়ে নিঃস্ব হয়েছেন এলাকার সহজ সরল মানুষ।
এসব বিষয়ে সুনারা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা পুলিশ বরাবরে স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সেলিম মিয়া, রায়হান হোসাইন, মুজিব মেম্বার, এইচ এম মুছাব্বির, মনফর আলী, হাসিনা বেগম, ফাহিমা আক্তার উর্মি, সাবিনা, জালাল, আতিক, বাবুল হোসেন, জামাল, শহীদুর, মান্নান প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd