সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুররে খাদ্যবান্ধব কর্মসুচির ৬৮ বস্তা চালসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর রাতে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর বাজার ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনয়নের লামাগাও বাজার গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বিভাগ ও পুলিশ খাদ্য বান্ধব কর্মসুচির চাল উদ্ধার করে।
পুলিশ জানায়, ডিলার মাসুক আলমের দোকান থেকে হিসাব বহিঃভূত ১৪ বস্তা, আফসন নগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে। অন্যদিকে তাহিরপুর উপজেলার লামাগাও বাজার থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
আটক কৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার ও তাহিরপুর থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ও তাহিরপুর থানার এস আই জহরলাল দাস জানান, চাল উদ্ধার করার পর উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd