বিশ্বনাথ প্রতিনিধি :: দীর্ঘ ১৭ বছর পর সিলেটের বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর। বহুল প্রতিক্ষীত দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার উপজেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সামছু মিয়া লয়লুছ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক, বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খান, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দশঘর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক, জাপা মনোনীত আব্দুল মন্নান। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় নিজ দলের নেতাকর্মী ও সমর্থনকারী উপস্থিত ছিলেন। এছাড়া মেম্বার পদে (সাধারণ সদস্য) ৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিন রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯ জন সাধারণ সদস্য এবং ১২ সংরক্ষিত নারী সদস্যসহ মোট ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ৫ সেপ্টেম্বর বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ১২ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দেশে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের লহড়ি গ্রামের একটি অংশ জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ভোটার হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে আইনি জটিলতায় উচ্চ আদালতের নির্বাচনী কার্যক্রম আটকে যায়। সম্প্রতি আইনি জটিলতা নিরসন হওয়ায় নির্বাচন কমিশন গত ২৪ সেপ্টেম্বর উপজেলার দশঘর ইউপির তফসিল ঘোষনা করে।
Sharing is caring!