সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে এক যুবককে মেরে ফেলার অভিযোগ ওঠেছে। নিহত রায়হান আহমদের পরিবারের পক্ষ থেকে পুলিশী নির্যাতনে মৃত্যুর অভিযোগ করা হচ্ছে। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
রোববার (১১ অক্টোবর) ভোরে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত রায়হান আহমদ (৩৪) সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে এক সন্তানের জনক। নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে চাকুরি করতো।
রায়হান আহমদের চাচা হাবিবুল্লাহ রায়হানকে পুলিশ নির্যাতনের মাধ্যমে খুন করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন ভোরে পুলিশ ফোন করে জানায় রায়হান বন্দর বাজার পুলিশ ফাড়িতে আছে থাকে নিতে ১০ হাজার টাকা নিয়ে আসার জন্য। তখন তিনি বন্দর পুলিশ ফাড়িতে গেলে তাকে বলা হয় সে এখন ঘুমে এবং থাকে যে ধরে নিয়ে আসছেন পুলিশ কর্মকর্তা তিনিও ঘুমে। সকাল বেলা আসার জন্য পরে তিনি সকাল ১০টায় গেলে থাকে বলা হয় সে অসুস্থ থাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তিন হাসপাতালে এস তার লাশ দেখতে পান। তিনি অভিযোগ করেন- তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে।তার শরীরে উপরে অংশে কোন আঘাতের চিহ্ন নেই।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার জানান, রায়হানের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্তে পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd