ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর সুবিদবাজারে ১৪ তলা বিশিষ্ট কুইন্স হেলথ কেয়ার লিমিটেডসহ খালি জায়গায় নতুন কাজের নির্মাণের উপর স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন আদালত।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেটের যুগ্ম জেলা জজ দিত্বীয় আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ আদেশ প্রদান করেন। আদালত সূত্র জানায়, সিলেট সদরের মিনিসিপ্যালিটি মৌজার ৯১ জে,এল ও আরএস জে,এল-৭৬ নালিশা ভূমির উপর গত ১৩ সেপ্টেম্বর মো. আব্দুল মালিক হুমায়ুন ও আজহারুজ্জামান সোহেল বাদি হয়ে স্বত্ব বাটোয়ারা মামলা নং ১৬৭/২০ ইং দাখিল করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। ওই মামলায় এনামুল হক খাঁন, শামীমআরা আহমদ, সামছুননাহার বেগম, সাহেরা বেগম, নুরজাহান বেগম, সুলতানা বেগম, রায়হানা বেগম, আয়েশা খানম, কুইন্স হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থানা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী ও গোলাম রব্বানী চৌধুরীকে বিবাদী করেন। সিলেটের যুগ্ম জেলা জজ দিত্বীয় আদালতের মামলাটি গ্রহণ করে বিবাদীদেরকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু এনামুল হক খান, সামছুননাহার বেগম, নুরজাহান বেগম, সুলতানা বেগম, রায়হানা বেগম, আয়েশা খানম, কুইন্স হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থানা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী ও গোলাম রব্বানী চৌধুরীর উপর নোটিশ জারির পরও তারা আদালতে কোন জবাব প্রদান করেননি। ফলে আদালত গত বৃহস্পতিবার অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের শুনাণীর প্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞার পূণাঙ্গ শুনাণী না হওয়া পর্যন্ত সুবিদবাজারে ১৪ তলা বিশিষ্ট কুইন্স হেলথ কেয়ার লিমিটেডসহ খালি জায়গায় নতুন কাজের নিমার্ণের উপর স্থিতাবস্থার নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল ও আইনজীবী মোহাম্মদ আলী(২) জানান, মিনিসিপ্যালিটি মৌজার ৯১ জেএল ও আরএস জে,এল-৭৬ নালিশা ভূমিতে গত ১৩ সেপ্টেম্বর মো. আব্দুল মালিক হুমায়ুন ও আজহারুজ্জামান সোহেল বাদি হয়ে স্বত্ব বাটোয়ারা মামলা নং ১৬৭/২০ ইং দাখিল করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের পূর্ণাঙ্গ শুনাণী না হওয়া পর্যন্ত স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন আদালত ।
Sharing is caring!