সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুপুর কাছে দর্জির (সেলাই) কাজ শিখতে গিয়ে ফুপার যৌন লালসার শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর কিশোরীর ফুপা আজির উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী তার ফুপু নাজমা বেগমের ঘরে দর্জির কাজ শিখতে যায়। গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাজমার স্বামী আজির উদ্দিন ওই কিশোরীকে অন্য একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন তার স্ত্রী নাজমা। মেয়েকে বাড়িতে আনতে নাজমার বাড়িতে যান কিশোরীর মা। তখন তারা তাকে ঘরে প্রবেশ করতে বাধা দেন এবং কিশোরীকে আটকে রাখেন। একপর্যায়ে গ্রামের লোকজন নিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি।
এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ভিকটিমের মা বাদী হয়ে নাজমা ও তার স্বামী আজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলাযর পর নবীগঞ্জ থানার এসআই কামাল আহমেদসহ একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd