গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাতে থানার এসআই শাহ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই ধর্ষক আব্দুল খালেক (খালেক্কা)কে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সত্রে জানা যায়, গত কয়েক দিন পূর্বে একই গ্রামের বাসিন্দা আব্দুল খালিক নামে এক ব্যক্তি পাৰ্শ্বৱৰ্তী হতদরিদ্র এক কিশোরীর ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করেন খালেক। ধর্ষীতার পিতা গ্রাম বাসীর নিকট বিচার প্রার্থী হলে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন ফেড়ন বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু সমাধান না করে পালিয়ে যায় ধর্ষক আব্দুল খালিক।
এতে লজ্জায় ও মান সম্মানে নাজেহাল ওই কিশোরীর পিতা।পরে পান্তুমাই গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে ধর্ষক আব্দুল খালিককে প্রধান আসামি করে চারজনের নামে থানায় একটি ধর্ষণ মামলা করেন ধর্ষিতার পিতা। অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশ আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন ফেড়ন, একই গ্রামের শফিকুর রহমান ও ফয়জুল ইসলামসহ এই অভিযুক্ত তিনজন গ্রেফতার করে পরের দিন বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।
রোববার কিশোরী ধর্ষণের প্রধান আসামি ধর্ষক আব্দুল খালেক (খালেক্কা)কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।