সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামী সৌদিপ্রবাসী আব্দুস শহীদ প্রবাসে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার লামাঝিঙ্গাবাড়ী মিয়াগুল গ্রামের আজির উদ্দিনের পুত্র। আজ শনিবার গ্রেফতারকৃত আব্দুস শহীদকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুস শহীদ তার নিজ বাড়িতে স্ত্রী হাবিবা আক্তারকে মারধর করে। একপর্যায়ে লোহার সাবল দিয়ে স্ত্রীর পায়ে আঘাত করে রক্তাক্ত জখম হয়। ঘটনার খবর পেয়ে হাবিবার বাবার বাড়ির লোকজন হাবিবাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এরপর হাবিবার মা রাজাগঞ্জ মইনা গ্রামের আব্দুল গফুরের স্ত্রী রুশনা বেগম বাদী হয়ে হাবিবার স্বামী আব্দুস শহীদ, শশুড় আজির উদ্দিন, শাশুড়ী নেহারুন নেছা ও ননদ মাসুদা বেগমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। থানার মামলা নং- ২৩,তাং ১৯/১০/২০২০ ইং।
এরপর থেকে স্বামী আব্দুস শহীদ সহ অন্য আসামীরা বাড়ি থেকে পালিয়ে যায়। মামলা দায়েরের পর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম মামলার প্রধান আসামী আব্দুস শহীদ যাতে প্রবাসে পালিয়ে যেতে না পারে সেজন্য দেশের প্রতিটি বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠান এবং মামলার আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখেন।
একপর্যায়ে গত বৃহস্পতিবার আব্দুস শহীদ প্রবাসে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রাজিব মন্ডল একদল পুলিশ নিয়ে আটককৃত আব্দুস শহীদকে গ্রেফতার করে শুক্রবার কানাইঘাট থানায় নিয়ে আসেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd