অভিযোগ সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে হারাগাছ ময়নাকুঠির বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রীকে রোববার ক্যাদারের পুল এলাকার আলেয়া বেগমের বাড়িতে ডেকে আনে মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজু। সেখানে রায়হান ও তার পরিচিত কয়েকজন ধর্ষণ করে মেয়েটিকে।
রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, রোববার রাতে ওই ছাত্রী হারাগাছ থানায় এসে জানালে পুলিশ তাৎক্ষণিক মামলা নেয়াসহ অভিযুক্ত রাজু ও আলেয়া বেগমকে আটক করে।
ধর্ষণের শিকার ওই ছাত্রীকে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।