সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহেদ আহম্মদ নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তি উপজেলার মইয়াখালী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান।
লুৎফর রহমান বলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৮/১০/২০২০খ্রিঃ দুপুর অনুমান ১২.১০ ঘটিকার সময় বিয়ানীবাজার থানাধীন পাঞ্জেপুরী গ্রামের শেওলা জিরো পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জাহেদ কে আটক পূর্বক তার দেহ তল্লাশী করলে তার নিকট থাকা ২০০ (দুই শত) পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক সেলের এসআই (নিঃ)/ কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
তিনি বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরও বৃদ্ধি করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd