সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় স্ত্রীকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে স্বামী। স্থানীয়রা স্বামীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জামালগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামে দাম্পত্য কলহের জেরে স্ত্রী সামিয়া আক্তারকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই স্থানীয় জনতা স্বামীকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছে। আটক স্বামীর নাম জামাল উদ্দিন (২২) তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্চারচর গ্রামের আব্দুস ছোবানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ বছরে মার্চ মাসে জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের প্রবাসী গোলাম জিলানীর মেয়ে সামিরা বেগমকে বিয়ে করেন জালাল উদ্দিন। মেয়ের বাবা প্রবাসী হওয়ায় যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন জালাল। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।
প্রায় মাস খানেক আগে নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে যান সামিয়া বেগম। শুক্রবার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি মাহমুদপুর যান জালাল। স্ত্রীর স্বজনরা জালালের বাবা ও মা ছাড়া তাদের মেয়েকে স্বামীর হাতে তুলে দেবেন না বলে জানালে ক্ষুব্ধ হন জালাল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি ঘুমন্ত স্ত্রীকে দা দিয়ে এলোপাথারি কুপাতে থাকে। সামিয়ার ছটফটানি শুনে বাড়ির লোকজনের ঘুম ভেঙ্গে গেলে সামিয়ার স্বামী জালালকে পালিয়ে যেতে দেখেন। তাদের চিৎকারে গ্রামবাসী জালালকে ধাওয়া করেন। এ সময় হাওরে মাছ ধরার কাজে থাকা জেলেরা জালাল উদ্দিনকে আটক করে গণধোলাই দেয়। পরে তারা জালালকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ব্যপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালগঞ্জ স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী সামিয়া আক্তারের দাদা বাদি হয়ে মামলা দায়ের করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd