সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রাজশাহীর কাঁঠালবাড়িয়া এলাকায় বুধবার সকালে একটি কবরস্থানের ভেতর দুটি পুরোনো মটকা পাওয়া গেছে। মটকা দুটির ভেতরে গুপ্তধন আছে এমন সন্দেহে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, পবার হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ লোকজন নিয়ে কবরস্থানের সংস্কার কাজ করছিলেন। তখন মাটি খুঁড়তে গিয়ে দুটি পাত্র পাওয়া যায়। এরপর স্থানীয় চেয়ারম্যান থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।
অন্যদিকে এলাকার উৎসুক নারী-পুরুষ পাত্র দুটি দেখতে মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমান। পরে সবার উপস্থিতিতেই মটকা দুটির ভেতর থেকে মাটি বের করে আনা হয়। মটকা দুটি পোড়া মাটির তৈরি ছিল।
সবার উপস্থিতিতেই মটকা দুটির ভেতর থেকে মাটি বের করা হয়। ভেতরে কোনো গুপ্তধন পাওয়া যায়নি। শুধু মাটিই পাওয়া গেছে। কলস দুটিও পোড়া মাটির তৈরি ছিল।
ওসি জানান, মাটি বের করার সময় বড় কলসটি ভেঙে গেছে। আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে কলস দুটি অনেক অনেক দিন আগের পুরনো। মাটির নিচে চাপা পড়েছিল। এগুলোর ভেতরে কোনো গুপ্তধন পাওয়া যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd