সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে র্যাবের নামে চাঁদা তুলার অভিযোগে আটক তিন প্রতারককে আটক করেছে র্যাব। দীর্ঘদিন ধরে র্যাবের কথা বলে বিপুল পরিমাণ টাকা চাঁদা তুলতো তারা তিনজন। সেই সাথে মাদকের কারবারের সাথে জড়িত থাকারও অভিযোগ পাওয়া গেছে।
আটক তিনজন হচ্ছেন জাকির, জিয়ারত ও লাভলু। তারা তিনজনেরই বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। তাদেরকে গতকাল বুধবার (২ ডিসেম্বর) সিলেট শহরতলির খাদিমনগর বাগানবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের মৃত আনসার আলী খানের ছেলে জাকির হোসেন (৫২) ও জিয়াউল খান জিয়ারত (৪৩) এবং একই উপজেলার কালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদ পারভেজ লাভলু (৩৬) দীর্ঘদিন ধরে জাফলং, গোয়াইনঘাট এবং কোম্পানিগন্ঞ্জ এলাকায় র্যাবের নাম করে চাঁদাবাজি করে আসছিল। তারা নিজেদেরকে র্যাবের নিয়োজিত লোক এবং চাঁদার সিংহভাগই র্যাব-৯-কে প্রদান করা হয় বলে দাবি করতো। একই সঙ্গে তারা মাদক ব্যবসাও পরিচালনা করে আসছিলো।
এমন অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত (২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে র্যাব ৯ এর একটি দল সিলেট শহরতলির খাদিমনগর বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ তিনজকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, ২৮ বোতল অফিসার্স চয়েস, ৬ বোতল বিয়ার ও মাদক পরিবহনের একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে র্যাবের কথা বলে বিভিন্নজনের থেকে বিপুল অংকের টাকা চাঁদা তুলে আসছে বলে স্বীকার করে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd