সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
সিলেট :: সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘটের প্রথম দিনে সিলেটের ১৮ টপয়েন্টে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন পরিবহণ মালিক শ্রমিকরা। তারা ৯ ডিসেম্বও সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটে সিলেটের বিভিন্ন উপজেলা ও পয়েন্টে সভা সমাবেশ করেন।
বুধবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী বাইপাস সড়কে অবস্থান নিূেয় সমাবেশ করেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
সেখানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্রাক মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুল, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভর্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ আমির উদ্দিন, সিলেট বিভাগীয় ট্রাক মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক রাজ্জিক লিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক খান, নির্বাহী সদস্য আকমাম আব্দুল্লাহ,এয়ারপোর্ট স্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ নুরুল আমীন, সিলেট জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দফতর সম্পাদক বাবুল আহমদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নির্বাহী সদস্য শরিফ আহমদ, আলী আহমদ, আব্দুল মতিন, আব্দুল জলিল, বিল্লাল আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ প্রমূখ।
এেিদক ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘটের সর্মথন জানিয়ে জৈন্তপুরে ১৭ পরগনার একটি সমাবেশ অনুষ্টিত হয়। জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় এ সমাবেশ অনুষ্টিত হয়। জৈন্তাপুর ট্রাক চালক কমিটির আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক সুনিল দেবনাথের সভাপতিত্বে ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সুহেল আহমদেও পরিচালনায় অনুষ্টিত জনসভায় বক্তব্য রাখেন জৈন্তপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ,সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুল, জলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন চেয়ারম্যান বাহারউল আলম বাহার, চেয়ারম্যান তোফায়েল আহমদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, ১৭ পরগনার বিশিষ্ট মৃরব্বী আব্দুল হক, বাবুল আহমদ বান্ডারী, মাসুদ আহমদ, কুতুব উদ্দিন ও সমছু মিয়া প্রমূখ।
ধর্মঘট চলাকালে সিলেটের সকল উপজেলায় ১৮টি কমিটির মাধ্যমে ধর্মঘট পালন করা হয়। এসময় রাস্তার দুই পাশে হাজারো গাড়ি সাড়িবদ্ধ ভাবে রাস্থার দুপাশে আটককে থাকে। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার কল্যানে ও শ্রমিকদের জন্য কাজ করে যাচ্ছেন।
কিন্তু সিলেটের পাথর কোয়ারীর ১০ লক্ষাধিক মালিক-শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। তাই বিষয়টি নজরে নিয়ে অসহায় মালিক-শ্রমিকদের জীবন-জিবীকা রক্ষায় আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd