সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে জনতার গড়নপিটুনীতে ১ গরুচোর নিহত হয়েছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের কচুয়ার পার গ্রামে এঘটনা ঘটে। নিহত গরুচোরের নাম বদরুজ্জামান বদরুল (৩৫), সে সিলেটের জালালাবাদ থানার উমাইরগাও গ্রামের জৈন উদ্দিনের পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের কচুয়ারপার গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে নিহত বদরুলসহ ৪ জন গরু চুরি করতে যায়।
এসময় গরুর মালিক সিরাজ টের পেয়ে চিৎকার করলে আশপাশের কয়েক শতাধিক লোকজন দ্রুত এসে বাড়িটি ঘেরাও করে দুই চোরকে আটক করে গণপিটুনি দেয় এবং বাকি দুইজন পালিয়ে যায়। এসময় স্থানীয় ইউপি সদস্য রফিক আহদ দুই চোরকে সিওমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীনবস্থায় বদরুল মারা যায় এবং এই সুযোগে কৌশলে অপরচোর জালালাবাদ থানার পাইকরাজ গ্রামের মৃত মুসক আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৫) পালিয়ে যায়। এ ব্যাপারে গরুর মালিক সিরাজ উদ্দিন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, ৪ জন চোর সিরাজ উদ্দিনের বাড়িতে গরু চুরি করতে যায়, এতে দুই জন ধরাপড়ে এবং গণপিটুনি দিয়ে তাদের সিওমেক হাসপাতালে নিলে একজন মারা যায় এবং একজন পালিয়ে যায়। এব্যাপারে গোয়াইনঘাট থানায় দুটি মামলা হয়, ১টি গরুচুরি এবং আরেকটি অজ্ঞাতনামা আসামী দিয়ে হত্যা মামলা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd