সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
নিজস্ব সংবাদদাতা :: কানাইঘাটের গাছবাড়ী আকুনী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে প্রতারক সাদিক আহমদ এর বিরুদ্ধে তার বন্ধু আশরাফের ৮৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর উপজেলার গাছবাড়ীর আকুনী গ্রামের বিলাল আহমদের ছেলে আশরাফ আহমদকে মোটরসাইকেল দেওয়ার কথা বলে প্রতারক সাদিক প্রায় ৮৩ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকে শুরু হয় ছাদিকের একের পর নাটকীয় কান্ড। সর্বশেষ আশরাফ ও তার খালতো ভাই ছোটদেশ গ্রামের মারজানকে ষড়যন্ত্রের ঝালে ফাঁসানোর চেষ্টা করে ছাদিক। আশরাফ ও মারজানকে অপহরক বানিয়ে থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়।
ছোটদেশ গ্রামের শহিদুর রহমান শহিদ জানান, প্রতারক সাদিক তিন কাডুন মবিল দিয়ে আশরাফের নিকট থেকে টাকা আদায় করে। পরে ছাদিকের উপস্থিতিতে আশরাফ একটি কাডুন খুলে দেখেন এগুলা সবই মবিল। কিন্তু দেওয়ার কথা ছিলো মোটরসাইকেল এর পার্টস। এরপর ছাদিক তার সহযোগী প্রতারককে আটক করতে আশরাফকে সাথে নিয়ে সিলেট যাত্রা করে। সিলেট পোছার পর ছাদিক বলে এই প্রতারকের বাড়ি বিয়ানীবাজার এলাকায়। এখেন চলেন বিয়ানীবাজারে। পরে আশরাফ তার খালতো ভাই ছোটদেশ গ্রামের মারজান সঙ্গে নিয়ে টাকা উদ্ধার করতে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওয়া দেন। সেখানে পোছার পর স্থানীয় লোকজন ছাদিককে আটক করেন। এবং তার মুখের জবানবন্ধি রেকড করেন। এসময় প্রতারক ছাদিক স্থানীয়দের কাছে বলে বিয়ানীবাজারের সুমনের পরিচিত জুবায়ের তাদের সাথে এমন কান্ড করেছে। পরে সেখান থেকে জানা গেছে জুবায়ের নামের কোন লোক মোটরসাইকেলে ব্যবসা করেনা। এরপর স্থানীয়রা তাকে আশরাফের হাতে তোলে দেয়। পরে ছাদিক ফের আশরাফকে নিয়ে সিলেটের উদ্দেশ্য বিয়ানীবাজার থেকে রওয়ানা দেন।
গোলাপগঞ্জ আসা মাত্রই সিএনজি নামে দৌড়ে পালানোর চেষ্টা করেন ছাদিক। পরে আশরাফ ও মারজান তাকে দৌড়ে ধরেন এবং গোলাপগঞ্জের লোজনের হাতে ফের আটক তারা। পরে বিয়ানীবাজারের লোকদের বক্তব্য শুনে ছাড় পান আশরাফ ও মারজান। কিন্তু প্রতারক ছাদিককে ছাড়েনি তারা। এমতা অবস্তায় প্রতারক ছাদিকের ভাই আশরাফ ও মারজানের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে থানা পুলিশ গোলাপগঞ্জ থেকে ছাদিককে উদ্ধার করেন। এবং ঘটনার সকল সত্যতা জানতে পারেন। এই ঘটনাকে অপহরণের নাটকে রুপান্তরীত করার চেষ্টা করেন প্রতারক ছাদিক ও তার ভাই। এমনকি একটি পত্রিকায় আশরাফ ও তার খালতো ভাই ছোটদেশ গ্রামের মারজানকে অপহরক সাজিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করান প্রতারক ছাদিকের ভাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত আশরাফে টাকা উদ্ধার হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd