সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দেশের প্রথম নারী ইউরোলজিস্ট ডা. তাজকেরা সুলতানা চৌধুরী সিলেটের মানুষের সেবা করতে চান। গড়ে তোলতে চান চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি টিম। সুবিধাবঞ্চিত মহিলাদের দিতে চান বিনামুল্যে চিকিৎসাও। সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে সাক্ষ্যাৎ করে ডা. তাজকেরা চৌধুরী এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন।
এ সময় শফিউল আলম চৌধুরী নাদেলও আগ্রহ প্রকাশ করে বলেন- সিলেটে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ করে গরিব ও সুবিধা বঞ্চিত নারীরা যাতে এই চিকিৎসা পায় সেটি নিশ্চিত করতে হবে। তিনি এ জন্য সিলেটের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলে ডা. তাজকেরাকে আশ্বস্থ করেন।
ডা. তাজকেরা আরো জানান- নারীরা মুত্রনালীর নানা সমস্যায় ভুগেন। কিন্তু অনেকেই পুরুষ চিকিৎসকের কাছে যেতে চান না। এ কারনে নারী রোগীদের প্রাধান্য দিতে ভারত ও সিঙ্গাপুর থেকে একদল বিশেষ্ণ চিকিৎসক এনে সিলেটের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টদের ট্রেনিং দিয়ে টিম গড়ে তোলতে চান তিনি। সিলেটবাসী এতে সহযোগিতা করলে তার উদ্যোগে চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলবেন বলে জানান।
ডা. তাজকেরা সুলতানা চৌধুরী ছিলেন জেনারেল সার্জন। ১৫ বছরের অভিজ্ঞতায় ২০১৪ সালে দেশের প্রথম নারী ইউরোলজিস্টের স্বীকৃতি পান। ২০১৭ সাল পর্যন্ত তিনিই ছিলেন একমাত্র নারী ইউরোলজিস্ট। গত তিন বছরে বাংলাদেশ আরও দুজন নারী ইউরোলজিস্ট পেয়েছে। তাজকেরা বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক।
তাজকেরা মনে করেন, বাংলাদেশে অনেক নারী ইউরোলজিস্ট দরকার। মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই তো নারী। মূত্রনালিসংক্রান্ত জটিলতায় তাঁরা সাধারণত স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান। চিকিৎসকের কাছে সঠিক তথ্যও প্রকাশ করেন না। এতে তারা বেশির ভাগ সময় ভুল চিকিৎসার শিকার হন।
তিনি জানান- মাতৃত্বজনিত জটিলতা ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে নারীদের প্রশ্রাবে নানান সমস্যা দেখা দেয়। জটিলতাগুলো তৈরির কারণ ও তার সমাধানের জন্য নারী চিকিৎসকদের বেশি বেশি প্রশিক্ষণ দেওয়া দরকার। এ কারনে তিনি সিলেটে আসতে চান। সিলেটের মানুষ, চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে পুণ্যভুমির নারীদের নিয়ে সেবা করতে পারবেন বলে জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd