সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: কুমারগাঁওয়ে বিদ্যুতের গ্রিড লাইনে সংস্কার কাজ করার সময় পড়ে গিয়ে এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনার পর আহতকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল থেকে সিলেট নগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিউবো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। জরুরি এই মেরামত কাজের সময়ে এই দুর্ঘটনা ঘটে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd