সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের পাথর রাজ্য কোম্পানীগঞ্জের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী ও পাথরদস্যু পাথরখেকো বিলাল অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।এ সময় তার হেফাজত থেকে ২টি বিদেশি রিভলবার,৪ রাউন্ড রিভলবারের গুলি ও ৮১ রাউন্ড এয়ারপিস্তলের গুলিও জব্দ করে র্যাব।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-৯’র অপারেশন অফিসার এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বিলাল হোসেন (৩৬) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের আব্দুল মনাফের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানী, মুক্তিযোদ্ধার কিশোরী কন্যা অপহরণ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা এবং অস্ত্র সহ বহু মামরা বিচারধীর রয়েছে। বিলাল একজন কুখ্যাত ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রের ভয় দেখিয়ে পাথর রাজ্যে ত্রষ্ট কওে আসছিল সে। তার বিরুদ্ধে পাথর শ্রমিক পরিবারগুলোকে বিুিভন্নভাবে জিম্মি করে তাদের নারী কিশোরী ও কিশোরদের ভোগ করারও অভিযোগ রয়েছে। আর এ কারণে বিলাল উপজেলা জুড়ে ‘নারী ও পুয়া কামলা বিলাল’ বলেও পরিচিত। ২০১৫ সাওে অস্ত্র সহ থানা পুলিশের হাতে একবার ধরা পড়েছিল সে। এ ঘটনায় তার বিরুদ্দে অস্ত্র আইনে মামরা হলে সে জামিনে বেরিয়ে এস ফের অস্ত্র ব্যবসাসহ এরাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।
গণমাধ্যমে প্রেরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ জানায়- গ্রেফতারকৃত বিলালকে চিহ্নিত অস্ত্রকারবারি উল্লেখ করে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত ২১ ডিসেম্বর দৈনিক সিলেটের হালচাল পত্রিকায় “কোম্পানীগঞ্জে পাথর কোযারীে খোলে দেওয়ার নামে ব্যাপক চাঁদাবাজি” ও ২২ ডিসেম্বর দৈনিক সিরেটের হালচাল পত্রিকায় “কোম্পানীগঞ্জে বিলালের ত্রাসের রাজত্ব তটস্থ ব্যবসায়ী ও সাধারন মানুষ” শিরোনামে দু’টি সংবাদ প্রকাশিত হওয়ার পর ২৪ ডিসেম্বও বিলালকে বিদেশী অস্ত্রসহ আটক করে র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd