সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলায় ৩ বনকর্মী আহত হয়েছেন। সন্ত্রাসীদের বেদম মারপিটের পাশাপাশি পেলোডার দিয়ে তাদের হত্যারও চেষ্টা করা হয়। সন্ত্রাসী হামলায় আহত বনকর্মীদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সকাল ১১ঘটিকায় উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল মৌজাধীন তামাবিল এলাকায় সংরক্ষিত বনবিভাগের ভূমিতে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- জাফলং বনবিটের বাগান মালি মাহবুবুল আলম বদরী, নাজিম উদ্দিন, নৌকা মাঝি জাকারিয়া। হামলাকারী সাহরফসহ সন্ত্রাসীরা বনবিভাগের ভূমি দখল, বনবিভাগের সীমানা প্রাচীর ভাংচুর করে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে।
জানা যায়, সিলেটের গোয়াইনঘাট জাফলংয়ে বন বিভাগের জমি দখল করে দীর্ঘদিন থেকে পাথর ডাম্পিং ইয়ার্ড তৈরি করেন বন বিভাগের ক্ষতিসাধন করে আসছিল একটি চক্র। প্রতিনিয়ত বনের পাহাড়, টিলা, গাছপালা কেটে বনভূমি উজাড় করে আসছিল।
এদিকে বনের ভূমি দখল বন্ধে বনবিভাগেরও নিয়োজিত কর্মিদের সমন্ময়ে টহলও জোরদার করা হয়। সোমবার তামাবিল এলাকায় বনবিভাগের ভূমিতে দখল ও ডাম্পিং ইয়ার্ড তৈরির চেষ্টার ঘটনায় বনকর্মীরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে তাদের আহত করে। জাফলংয়ে বনবিভাগের ভূমি দখলকারী সন্ত্রাসীদের হামলায় বনকর্মি আহত হওয়ার এই ঘটনায় জাফলং বনভিট ফরেষ্টার মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে জড়িত ৬জন সন্ত্রাসীসহ আরও অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, জাফলংয়ে বনবিভাগের ভূমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় বনকর্মি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd