সিলেটে ভূয়া অনলাইন ও প্রেস লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে অ্যাকশন : পুলিশ কমিশনার

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

সিলেটে ভূয়া অনলাইন ও প্রেস লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে অ্যাকশন : পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, কিশোর গ্যাং, চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তা প্রতিরোধে অ্যাকশন নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি বলেন, যদি কোন পুলিশ সদস্যও মাদকের সঙ্গে যুক্ত হয় তাহলে তাকে চাকুরিচ্যূত করে আইনের আওতায় আনা হবে। শিলং তীর খেলার এজেন্টদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকদের কাছে তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান তিনি। এসএমপি কমিশনার আরো বলেন, প্রেস লেখা মোটরসাইকেল এর বিরুদ্ধে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে। যদি তাদের কাগজপত্র ঠিক না থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর লোকজনকে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করার জন্য প্রতিটি থানায় কিউ.আর.টি টিম গঠন করা হয়েছে।

প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাথে এসএমপি পুলিশ কমিশনারের মতবিনিময়ের ধারাবাহিকতার অংশ হিসেবে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর এর সম্মেলন কক্ষে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাথে মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় এসএমপি কমিশনার আরো বলেন, পুলিশের সাথে সাংবাদিকদের বন্ধন চির অটুট। আর সেটা অব্যাহত থাকবে। সমাজ গঠনের মূল দায়িত্ব পালন করেন সাংবাদিকরা। আর আমরা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করি। সাংবাদিকদের লেখনীর ফলে সাধারণ জনগণের মাঝে ব্যাপক প্রভাব বিস্তার লাভ করে। যে কোন অপরাধ গোড়া থেকে নির্মূল করার জন্য সাংবাদিক ও সাধারণ জনগণের সহায়তা প্রয়োজন। তিনি বলেন, পুলিশের সাথে সাংবাদিকদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা দূর করতে একজন নির্দিষ্ট অফিসার সাংবাদিকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করবেন। সিলেটের সাংবাদিক সাকিকে আক্রমণ করার সাথে যারা জড়িত তাদের ৪ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পরিশেষে উপস্থিত সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা এবং পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বি.এম. আশরাফ উল্যাহ তাহের এর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কশিনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)ফয়সল মাহমুদ, ইমজা সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মঈন উদ্দিন মনজু, সাধারণ সম্পাদক সজল ছত্রী প্রমুখ।

সভার শুরুতে সাংবাদিকরা কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে পুলিশের কাছে সংবাদ প্রাপ্তি, পুলিশের সাথে সাংবাদিকদের যোগাযোগ বৃদ্ধি, ভূয়া অনলাইন মিডিয়া, কিশোর গ্যাং, মাদক, জুয়া, তীর শিলং এবং প্রেস এর লোগো ব্যবহার করে অবৈধ কার্যক্রম সম্পাদন সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলোচনা করেন ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..