সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী মনির উদ্দিনের ক্ষমতার অপ-ব্যবহার, অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছারিতায় অতিষ্ট হয়ে উঠেছেন ভূক্ত ভোগিরা। জানা যায় বিভিন্ন সময় পৌরসভার নাগরিকবৃন্দ এমনকি পৌরসভার কাউন্সিলররা পর্যন্ত সহকারী প্রকৌশলী মনিরের অনিয়ম দূর্নীতি ও নানা কর্মকান্ডে অতিষ্ট হয়ে সভা সমাবেশ করে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন ও অপসারনের দাবীতে সরকারের বিভিন্ন দফতরে দরখাস্ত দাখিল করলেও রহস্যজনক কারনে ১০ বছর ধরে পৌরসভায় তিনি কর্মরত রয়েছেন বলে পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ জানিয়েছেন।
তার বিরুদ্ধে অনেকের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও নেয়া হয়নি কোন ধরনের ব্যবস্থা। যার কারনে মনগড়া ভাবে পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা ক্ষমতার অপব্যবহার করে দূর্নীতি অনিয়ম করে যাচ্ছেন সহকারী প্রকৌশলী মনির উদ্দিন বলে আওয়ামীলীগের অনেক নেতকর্মী সহ বিভিন্ন পেশার লোকজন জানান।
টানা ১০ বছর ধরে পৌরসভায় কর্মরত থাকায় অনেকের সাথে সুসম্পর্ক গড়ে তোলে পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ডের টেন্ডার জালিয়াতি, ঠিকাদারদের কাছ থেকে উতৎকুষ আদায়, নিজের পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়া দেওয়া সহ উন্নয়ন মূলক কর্মকান্ড এবং পৌরসভার আয়বর্ধক সকল প্রকল্প থেকে উৎকুষ আদায় সহ অনেক বেআইনী কর্মকান্ড করে যাচ্ছেন বলে ভূক্ত ভোগীরা জানিয়েছেন। তার বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের কারনে অনেক সময় পৌর মেয়র নিজাম উদ্দিনও বিব্রত অবস্থায় পড়েন। বর্তমানে পৌরসভার তপশীল ঘোষনার পর সব ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিল প্রদানে গড়িমসি এমনকি সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তির পুরনো বিল দিতে অপারগতা প্রকাশ সহ পৌরসভায় সেবা নিতে আসা সনদপ্রাপ্তিদের সাথে দুর্ব্যবহার ও হয়রানী করে যাচ্ছেন সহকারী প্রকৌশলী মনির উদ্দিন।কানাইঘাট পৌরসভাকে তার বিতর্কিত নানা ধরনের কর্মকান্ডের কারনে সেবা প্রাপ্তিরা হয়রানী সহ পৌরসভাকে এক ধরনের দূর্নীতির আখড়ায় পরিনত করেছেন মনির উদ্দিন বলে পৌরসভার অনেক নাগরিকবৃন্দ জানানা। তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল এবং তার অপসারনের বিরুদ্ধে পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ অপসারনের দাবীতে সৌচ্ছার থাকলেও তিনি কিভাবে একই পৌরসভায় ১০ বছর ধরে কর্মরত রয়েছেন এনিয়ে সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা অবিলম্বে প্রকৌশলী মনির উদ্দিনকে পৌরসভা থেকে অপসারন এবং তার বিরুদ্ধে আনিত পৌরসভার সচেতন নাগরিকবৃন্দের অভাব অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এব্যাপারে সহকারী প্রকৌশলী মনির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। তিনি সব কিছু ঠিক মতো করে যাচ্ছেন বলে জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd