দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন

দোয়ারা সংবাদদাতা :: কখনো মসজিদের নামে আবার কখনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম করে দখল করা হচ্ছে খাসজমি। প্রশাসনের অনুমতি ছাড়াই দেদারসে খাসজমিতে গড়ে তোলা হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন স্থাপনা। আওয়ামীলীগ-বিএনপির রাজনীতিতে সক্রিয় স্থানীয়ভাবে প্রভাবশালী এমন ভূমিখেকো সিন্ডিকেট খাসজমি দখলে তৎপর রয়েছে। যেকারণে ভয়ে এদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেনা।

স্থানীয়রা জানিয়েছেন প্রশাসনকে মৌখিত ভাবে অবহিত করা হয়েছে। কিন্তু প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করতে ভূমিখেকো সিন্ডিকেটরা এখন উঠেপড়ে লেগেছে। এমনটাই হচ্ছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায়।

উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিং পুর বাজার সংলগ্ন খালের পাশে ও ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের সামনে খাসজমিতে ব্যক্তিগত ব্যবসায়িক স্থাপনা গড়ে তুলতে দেখা গেছে। ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের বিএনপি নেতা লইলুস খান, শিহাব খসরু ও রুহুল আমিনের নেতৃত্বে অবৈধভাবে এসব খাসজমি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনার সামনে ঘিলাছড়া মসজিদ মার্কেট নামে সাইনবোর্ড সাঁটানো আছে।

এছাড়াও উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বাঁশতলা হকনগর পর্যটন এলাকায় খোরশেদ আলম মেম্বার, আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী আক্তার হোসেনের নেতৃত্বে খাসজমি দখল করে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। একইভাবে ব্যবসায়ী সেলিম আহমদের নেতৃত্বে খাস জমি দখল করে ‘সোনার বাংলা হলো ব্লক’ নামে একটি ব্লক বানানোর কারখানা স্থাপন করা হয়েছে । এসব ব্লক তৈরি করতে খাস জমি থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে। বোগলা ইউনিয়নের বোগলা বাজারে সরকারি খালের পাড় দখল করে খাসজমিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল খানের নেতৃত্বে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার-পান্ডারগাঁওয়েও একই ভাবে খাসজমি দখল করে ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক স্থাপনা গড়ে তোলা হয়েছে।

মোবাইলে যোগাযোগ করা হলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা প্রতিবেদককে জানান, সরকারি খাসজমি দখলের কোনো অভিযোগ আসেনি। তবে বাঁশতলা হকনগর এলাকায় খাসজমি দখলের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সেখানে আমাদের অফিসের লোকজন পাঠিয়ে বাধানিষেধ করা হয়েছে। সকল অবৈধ খাসজমি দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2021
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..