সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে চার্জ গঠন রোববার। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এই তারিখ নির্ধারণ করেছেন। বুধবার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাঈদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, চার্জ গঠনের আগে আসামিপক্ষ যদি আদালতে ডিসচার্জ পিটিশন দাখিল করেন তাহলে সেই পিটিশনেরও শুনানি হবে। বহুল আলোচিত এই গণধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ছাত্রলীগ ক্যাডাররা হচ্ছেন-সাইফুর রহমান, শাহ মাহব–বুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এর আগে মঙ্গলবার ৮ আসামির উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক।
এরও আগে ৩ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এই মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। সেদিন বাদীর পক্ষে আদালতের কাছে সময় প্রার্থনা করা হয়। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের সময় প্রদান করেন আদালত। কিন্তু ফের ১০ জানুয়ারি চার্জশিটের শুনানি দুদিন সময় বাড়ানোর আবেদন জানান বাদীপক্ষ। ১২ জানুয়ারি শুনানি হয়। ৩ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আবুল কাশেমের আদালতে ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd