সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালাচ্ছে মহানগর পুলিশ (এসএমপি)। এর মাঝেও অবাধ যৌনতায় লিপ্ত হন কতিপয় নারী-পুরুষ। এমন নিন্দনীয় কাজে লিপ্ত থাকার দায়ে আজও সিলেটের একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে গ্রেফতার করেছে মহানগর গোয়োন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর লালবাজারস্থ হোটেল আল মিনারে (আবাসিক) অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬ জনকে আটক করে। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা।
আটককৃতরা হচ্ছেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার সানেশ্বর গ্রামের মৃত অম্বিকা চরন দাসের ছেলে বিবেকান্দ দাস বিবেক (৫২), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদর ডুঙ্গরিয়া গ্রামের আব্দুস শহীদের ছেলে মনির আলম (৩৫), একই উপজেলার মোকারগাঁও-এর আব্দুল বারিকের ছেলে আঙ্গুর মিয়া (৩১) ও সুনামগঞ্জ সদর থানার টুক দিরাই গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে মো. তাহিদুল হক (২৮)।
তারা সবাই হোটেল আল মিনারে বসবাস করতো। গ্রেফতারকালে তাদের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত থাকার দায়ে দুই নারীকেও আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মুনাদির ইসলাম চৌধুরী। সঙ্গে ছিলেন এসআই সৌমেন দাস, এসআই শামীম উদ্দিন, এএসআই আমির হোসেন আমু, এএসআই প্রদীপ কুমার সিংহ, এএসআই বিশ্বজিৎ, কনস্টেবল উত্তম রায়, সুজিত দাস, আবুল কালাম, হুমায়ুন কবির, মারাজ মিয়া, নিতেন্দ্র পাল, আবু সুফিয়ান, আলম হোসেন, সোহেল রানা, নারী কনস্টেবল বিলকিস আক্তার ও সৃষ্টি রাণী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd