সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাসের টিকা (ভেকসিন) প্রয়োগের কাজ শুরু হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. অভিজিৎ শর্মা তার কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে করোনার টিকা কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন।
এ সময় ডা. অভিজিৎ শর্মা বলেন, ইতোমধ্যে সিলেট জেলায় ২ লক্ষ ২৮ হাজার ডোজ করোনার টিকা এসেছে। ৭ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে, সেই লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনার টিকা প্রয়োগের সাথে জড়িতদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথমে স্বাস্থ্য সেক্টরের সাথে জড়িত উপজেলায় কর্মরত ডাক্তার, নার্স, হেলথ এসিস্টেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে করোনার টিকা (ভেকসিন) প্রয়োগ করা হবে। এরপর সরকারি ও শায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারি এবং গণমাধ্যমকর্মী পরবর্তীতে অগ্রাধিকার ভিতিত্তে ৬০ ঊর্ধ্ব সুস্থ ব্যক্তিদের টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, ১৮ বছরের ঊর্ধ্ব সুস্থ সবাই করোনার টিকা নিতে পারবেন। যাদের ডায়বেটিস অনিয়ন্ত্রিত এবং গর্ভবতী নারী, স্তন্যদানকারী মায়েরা টিকা নিতে পারবেন না। কাউকে জোর করে টিকা দেওয়া হবে না। যারা টিকা নিতে চান তারা অনলাইনে আবেদন পূরণ ও সম্মতিপত্র জমা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৭ ফেব্রুয়ারি থেকে করোনা টিকা নিতে পারবেন। প্রথমে এক ডোজ পরবর্তী ৮ সপ্তাহ পরে ২য় ডোজ প্রয়োগ করা হবে। যারা দেশে ইতোমধ্যে করোনা (ভেকসিন) এর টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ রয়েছেন। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ শর্মা উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
করোনার টিকা নিয়ে গুজব ও অপপ্রচারে কেউ যাতে করে লিপ্ত হতে না পারে এজন্য সাংবাদিকদের সবধরনের সহযোগিতা চেয়েছেন তিনি। তবে কানাইঘাটে কত ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকের বলেন, এখনো সেটি চূড়ান্ত হয়নি। জেলা সিভিল সার্জন অফিস থেকে পর্যায়ক্রমে করোনার টিকা কানাইঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে বলে জানান।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd