সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : জকিগঞ্জের ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ২টি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শফিকুর রহমান ও হাবিবুর রহমান দুলাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, হাজারীচক গ্রামের মৃত আর্জদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ খসরু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন, ইলাবাজ গ্রামের মৃত মইয়ব আলীর ছেলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালিক এবং কসকনকপুর গ্রামের আব্দুন মন্নানের ছেলে নুরুল ইসলাম মুতলিব সোমবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে ১টি রেইনট্রি ও ১টি মরইগাছ কেটে ফেলে। সংবাদ পেয়ে জকিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলাতানা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাছ কাটার বিষয়ে নুরুল ইসলাম মুতলিব বলেন, ‘আমি গাছ কেটে জীবিকা নির্বাহ করি। দুইজন লোক আমাদেরকে দিয়ে গাছ কাটিয়েছে।’
সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া জানান, ‘বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি জানতে পেরে আমরা সরেজমিন গিয়ে বাঁধা প্রদান করি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয় কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মিলে বিদ্যালয়ে দুইটি গাছ কেটে ফেলে। গাছ দুইটি ৪০ হাজার টাকায় বিক্রয় হয়েছে বলে উল্লেখ করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি গাছ কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd