সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : জৈন্তাপুর থানার গুয়াবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা বর্তমানে কাজের তাগিদে গাজীপুরে বাস করা পিতা ও সৎভাইয়ের ধর্ষণের শিকার স্কুল ছাত্রী এক কিশোরী (১৯) ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরী গতকাল বুধবার থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কিশোরীর বাবা ও স্কুল ছাত্র মেয়েটির সৎ ভাইকে গ্রেফতার করেছে ।
থানায় দেয়া ভাষ্য মতে, নরপিশাচ ও কুলাঙ্গারদের পরিচয় তাঁরা সিলেটের জৈন্তাপুর থানার গুয়াবাড়ি এলাকার মৃত আদালত খানের ছেলে তথা মেয়ের বাবা জুবায়ের খান (৪০) ও জুবায়েরের ছেলে ও মেয়েটির সৎ ভাই নাসির উদ্দিন (২০)। এদিকে এলাকায় খোঁজ নিতে গিয়ে তাঁদের সম্পর্কে কোন তথ্য উদ্ধার করা সম্ভবপর হয় নাই, তবে পরিচিতজনদের অভিমত ওই এলাকার অনেকের মতো তাঁরা জৈন্তাপুরের বহিরাগত হতে পারে।
জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন জুবায়ের। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির হরিণাচালায় এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে আসছেন।
তার দ্বিতীয় সংসারের সন্তান নাসির উদ্দিন স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। গত বছর জুবায়ের তার প্রথম সংসারের কিশোরী মেয়েকে (১৯) গাজীপুরে এনে স্থানীয় অপর একটি স্কুলে নবম শ্রেণীতে ভর্তি করে দেন। প্রসঙ্গতঃ তাঁরা একই বাসায় বসবাস করে আসছিলেন।
জানা গেছে গত বছরের ১৫ জুন রাতে পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে জুবায়ের ভয়ভীতি দেখিয়ে তার কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে জুবায়ের একাধিকবার তাকে ধর্ষণ করে।
এদিকে সৎভাই নাসিরও ওই কিশোরীকে বিভিন্ন সময়ে একাধিক বার ধর্ষণ করে। বাবা ও সৎভাইয়ের ধর্ষণের শিকার হয়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে কিশোরীটি ৭ মাসের অন্তসত্ত্বা। বাবা-ভাইয়ের ধর্ষণের শিকার কিশোরী এ বিষয়টি তার মাকে জানান।
এ ব্যাপারে কিশোরীটি বাদী হয়ে গতকাল বুধবার তার বাবা জুবায়ের ও সৎ ভাই নাসিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার অভিযুক্ত ধর্ষক জুবায়ের ও তার ছেলে নাসিরকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রেখেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd