সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ এ অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের চেষ্টাকালে তিনজনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দুইজনকে সরকারি কাজে বাধা দেয়ায় ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে কোন ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd