সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেটের সিনিয়র সাংবাদিক দৈনিক মানবজমিন পত্রিকার সাবেক ব্যুরো চীফ এম.এ রহিমের অবস্থা শঙ্কটাপন্ন। তিনি নগরীর ইবনেসিনা হাসপাতালের ৮ম তলায় সিসিইউতে ভর্তি আছেন।
গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অফিসে কর্মরত অবস্থায় তিনি বুকে ব্যাথা অনুভব করতে থাকেন। পরে তাকে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাৎক্ষনিকভাবে হাসপাতালের জরুরী বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়।
বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। হার্টে ৯৯% ব্লক হয়েছে। এ তথ্য জানিয়েছেন এম. এ রহিমের ঘনিষ্টজন ও দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম। সাংবাদিক এম.এ রহিমের সুস্থতার জন্য তাঁর পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন মুজিবুর রহমান ডালিম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd