সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেছেন, সমাজের সকল প্রকার অপরাধ প্রবনতা দূরীকরণে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ (দফাদার)কে আরও তৎপর থাকতে হবে।
গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব-কর্তব্য হলো প্রতিটি সদস্যকে জনগণের একজন দ্বায়িত্ববান কর্তা হয়ে নিরলসভাবে কাজ করতে হবে। সেই সাথে যেকোন অপরাধ রোধকল্পে সাধারণ জনগণকে বিরত রাখতে গ্রাম পুলিশ তথা দফাদারকে অনন্য ভূমিকা রাখতে হবে। অপর দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গ্রাম পুলিশ সবসময় কৃতিত্ব অর্জন করে আসছে বলে এমন মন্তব্য করেছেন সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।
মঙ্গলবার দুপুর ১২টায় গোয়াইনঘাট থানা কমপ্লেক্সে উপজেলার ৭০জন দফাদারের মাসিক হাজিরা শেষে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এর পক্ষ থেকে গত জানুয়ারি মাসে বিভিন্ন মামলার এজাহারভুক্ত, মার্ডার, ওয়ারেন্ট ও ১০কেজি গাঁজাসহ ৩জন আসামী আটকে সাফল্য অর্জন কারীদের বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার প্রলয় রায়, এসআই আব্দুল মান্নান, এস.আই দেবজিৎ দাস, এএসআই সুফিয়ান প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd