গোয়াইনঘাটে বীর মুক্তিযোদ্ধা হামিদ চেয়ারম্যানের রাষ্টীয় মার্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

গোয়াইনঘাটে বীর মুক্তিযোদ্ধা হামিদ চেয়ারম্যানের রাষ্টীয় মার্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের নব গঠিত ডৌবাড়ি ইউনিয়নের সাতকুড়িকান্দি গ্রামের বাসিন্দা অবিভক্ত লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিঊন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৬৮ বছর, তিনি ২ স্ত্রী ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাহার বুকে ব্যথা অনুভূত হয়, এসময় দ্রুত সিওমেক হাসপাতালে ভর্তি করলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে শুক্রবার বেলা ২টায় স্থানীয় নিহাইন ঈদগাহ মাঠে রাষ্টীয় মার্যাদা প্রদান শেষে জানাজার নামাজ সম্পন্ন করা হয় এবং তার নিজ গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তাসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে তাহার মৃত্যুতে সমস্ত উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারে সাবেক কমান্ডার আবদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল উদ্দিন ও সেক্রেটারী গোলাম সারওয়ার প্রমুখ।

শোক প্রকাশকারীরা এক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..