সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে বিয়ের কথা বলে বিধবাকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। সোমবার উপজেলার চাপিতলা গ্রামের দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুয়াজ্জিন মজিবুর রহমান (২৫) বাঙ্গরাবাজার থানাধীন খাঁপুড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার বিধবার স্বামী ২০১৬ সালে একটি সন্তান এবং তার স্ত্রীকে গর্ভবতী রেখে মৃত্যুবরণ করেন। তারপর বিধবা তার দুইটি সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপন করে আসছিলেন। গত ২৫ দিন আগে ওই নারী তার সন্তানকে মক্তবে পড়াতে পাশের বাড়ির বাচ্চাদের সঙ্গে মসজিদের মুয়াজ্জিন মজিবুরের কাছে পড়তে দেয়।
বাচ্চাদের পড়ার সুবাদে মজিবুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বিধবার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে রোববার ওই নারী বিয়ের জন্য মজিবুর রহমানকে চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ওই বিধবা কোনো উপায় না পেয়ে সোমবার সকালে বাঙ্গরাবাজার থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মুয়াজ্জিন মজিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে মসজিদের মুয়াজ্জিন মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd