সিলেটে ৯ দিনে ভ্যাকসিন নিলেন ১ লাখ ৫ হাজার ৬ শ ৩৬

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

সিলেটে ৯ দিনে ভ্যাকসিন নিলেন ১ লাখ ৫ হাজার ৬ শ ৩৬

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটসহ দেশব্যাপী চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে। সিলেটে রোববার (৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ভ্যাকসিন গ্রহণ করেছেন ১ লাখ ৫ হাজার ৬ শ ৩৬ জন নারী-পুরুষ।

আর গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১২ হাজার ৩ শ ৯৮ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৭ জানুয়ারি থেকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন নাগরিক টিকাগ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ নয় লাখ ২৩ হাজার ৫১৬ জন এবং নারী চার লাখ ৩৬ হাজার ৯৭ জন। তাদের মধ্যে ৪৯০ জন এইএফআই (বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন) রিপোর্ট করেছেন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সিলেটসহ সারা দেশে এ পর্যন্ত মোট টিকাগ্রহণকারী ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এর মধ্যে মধ্যে- সিলেট বিভাগে এক লাখ পাঁচ হাজার ৬৩৬ জন, ঢাকায় তিন লাখ ৭৫ হাজার ৪৪৪ জন, ময়মনসিংহে ৬০ হাজার ৬০২, চট্টগ্রামে তিন লাখ ১৯ হাজার ৯৫৯, রাজশাহীতে এক লাখ ৫৩ হাজার ৬৮৩, রংপুরে এক লাখ ২৭ হাজার ৪৪৫, খুলনায় এক লাখ ৫৩ হাজার ১৮৫ জন ও বরিশালে ৬৩ হাজার ৬৫৯ টিকা নেন।

এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর সরকারি পাঁচটি হাসপাতাল এবং পরে ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটসহ সারা দেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..